Site icon Jamuna Television

হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস

মির্জা আব্বাস। ছবি: সংগৃহীত

রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে। এর আগে, একইদিন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও চেকআপের জন্য হাসপাতালে ভর্তি হয়েছেন।

রোববার (১৫ জানুয়ারি) দুপুরে মির্জা আব্বাসকে হাসপাতালে ভর্তি করা হয়।

জানা গেছে, কারাগার থেকে মুক্তি পাওয়ার পর মির্জা আব্বাসের হার্টবিট অনিয়মিত হয়ে যায়। পাশাপাশি কাশি ও শ্বাসকষ্ট বেড়ে যায়। একইসঙ্গে মূত্রজনিত সমস্যা বেড়ে গেলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

/এমএন

Exit mobile version