Site icon Jamuna Television

ইজতেমার আখেরি মোনাজাতে আরও ১ মুসল্লির মৃত্যু

ফাইল ছবি

স্টাফ করেসপন্ডেন্ট, গাজীপুর:

গাজীপুরের টঙ্গীর বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতে যোগ দিতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে রোববার (১৫ জানুয়ারি) সকালে আরও এক মুসল্লির মৃত্যু হয়েছে। নিহত আনিসুর রহমান (৭১) ঢাকার বংশাল রোডের কাজী আলাউদ্দিন রোড এলাকার বাসিন্দা ছমির উদ্দিনের ছেলে।

শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের পরিচালক মো. জাহাঙ্গীর আলম জানান, আনিসুর রহমান হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। এ নিয়ে বিশ্ব ইজতেমা ময়দানে ৭ মুসল্লির মৃত্যু হলো।

বিশ্ব ইজতেমার পরিচালনা কমিটির সদস্য প্রকৌলশী আব্দুন নুর বলেন, এর আগে শুক্রবার দিবাগত রাত ৯টায় খুলনার ডুমুরিয়া থানার মলমলিয়া গ্রামের মোবারক হোসেনের ছেলে মোফাজ্জল হোসেন (৭০), শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে চট্টগ্রামের রাউজান সদরের আব্দুর রশিদের ছেলে আব্দুর রাজ্জাক (৭০) শনিবার সকাল সাড়ে ৭ টায়, নরসিংদীর মনোহরদী থানার মাছিমপুর এলাকার রহমতুল্লাহর ছেলে মো. হাবিবুর রহমান হবি (৭০), শুক্রবার বিকেলে যাত্রাবাড়ীর আক্কাস আলী (৫০), বৃহস্পতিবার সকালে গাজীপুরের আবু তৈয়ব (৯০) ও সিলেটের নুরুল হক (৬৩) নামে মুসল্লির মৃত্যু হয়েছে।

বিশ্ব ইজতেমার মিডিয়া সমন্বয়কারী মাওলানা মোহাম্মদ জহির ইবনে মুসলিমের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, প্রতিবছরের মতো এবার প্রতিদিনের নিহতের জানাজা শেষ করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এটিএম/

Exit mobile version