Site icon Jamuna Television

৭৩ রানেই অলআউট শ্রীলঙ্কা, ৩১৭ রানের রেকর্ড জয় ভারতের

ওয়ানডে ক্রিকেটে রেকর্ড গড়ে জিতলো ভারত। শেষ ওয়ানডেতে শ্রীলঙ্কাকে ৩১৭ রানে হারিয়ে ৩-০ তে সিরিজ জিতলো রোহিত শর্মার দল। এই জয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে লঙ্কানদের হোয়াইটওয়াশ করলো ভারত।

রানের বিচারে ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে এটি সর্বোচ্চ ব্যবধানে জয়। এর আগে আয়ারল্যান্ডের বিপক্ষে নিউজিল্যান্ডের ২৯০ রানের জয় ছিল সর্বোচ্চ ব্যবধানে জয়।

টস জিতে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা পায় ভারত। দুই ওপেনার রোহিত শর্মা এবং শুভমান গিল মিলে গড়েন ৯৫ রানের জুটি। ৪২ রান করেন রোহিত শর্মা। এরপর জুটি গড়েন দুই সেঞ্চুরিয়ান শুভমান গিল এবং ভিরাট কোহলি। দু’জনের ব্যাটে গড়ে ওঠে ১৩১ রানের বিশাল জুটি। ৮৫ বলে ওয়ানডেতে নিজের ৪৬তম সেঞ্চুরি পূরণ করেন কোহলি। ৯৭ বলে ১১৬ রান করে সাজঘরে ফেরেন গিল। ১১০ বলে ১৬৬ রানের অপরাজিত এক ইনিংস খেলেন কোহলি। ৫ উইকেট হারিয়ে ৩৯০ রানে থামে ভারতের ইনিংস।

জবাবে ব্যাট করতে নেমে বিপর্যয়ে পড়ে শ্রীলঙ্কা। দলীয় ২২ রানে দুই ওপেনারকে হারায় তারা। ভারতীয় বোলারদের তাণ্ডবে দাঁড়াতে পারেনি লঙ্কান কোনো ব্যাটার। দুই অঙ্কের ঘরে পৌঁছেছেন মাত্র তিন ক্রিকেটার। ৭৮ রানে গুটিয়ে যায় লঙ্কানরা। ৩১৭ রানের পরাজয়ে লজ্জার রেকর্ডের সঙ্গী হলো শ্রীলঙ্কা।

ইউএইচ/

Exit mobile version