Site icon Jamuna Television

অবৈধ টাকায় ইউরোপ-আমেরিকায় বাড়ি, অর্থমন্ত্রীকে তদন্তের অনুরোধ চুন্নুর

ইউরোপ-আমেরিকায় অনেকেই অবৈধ পথে টাকা নিয়ে বাড়ি কিনছেন। এ বিষয়ে তদন্ত করার জন্য অর্থমন্ত্রীর কাছে অনুরোধ করেছেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু।

রোববার (১৫ জানুয়ারি) জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে এ অনুরোধ করেন তিনি। এদিন সংসদে হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেন, শিগগিরই বিএনপির শীর্ষ নেতা তারেক রহমানের টাকা পাচারের তথ্যও সংসদকে জানানো হবে।

রোববার সংসদ অধিবেশনের শুরুতেই কৃষি মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটি পুনর্গঠন করা হয়। সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে চিফ হুইপ নূরে আলম চৌধুরী নতুন কমিটি ঘোষণা করেন।

পয়েন্ট অর অর্ডারে বিরোধী দলের সংসদ সদস্য মুজিবুল হক চুন্নু বলেন, বিদেশে বাড়ি-জমির মালিক হচ্ছেন বাংলাদেশিরা। এমন খবর সরকারের ভাবমূর্তিকে প্রশ্নের মুখে ফেলছে। ব্ষিয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার আহ্বান জানান তিনি। আরও বলেন, তদন্ত করে এ বিষয়ে সত্য উদঘাটন করতে হবে।

/এমএন

Exit mobile version