Site icon Jamuna Television

ঝিনাইদহে যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত, খুলনার সাথে সকল রেল যোগাযোগ বিচ্ছিন্ন

ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহে যাত্রীবাহী ট্রেন “গোয়ালন্দ এক্সপ্রেস” লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে। রোববার (১৫ জানুয়ারী) রাত ৮টার দিকে ট্রেনটি লাইনচ্যুত হয়।

কালীগঞ্জ মোবারকগঞ্জ স্টেশন মাস্টার শাহজাহান জানান, যাত্রীবাহী ট্রেনটি গোয়লন্দ থেকে ছেড়ে খুলনার দিকে যাচ্ছিল। এ সময় ঝিনাইদহের কালীগঞ্জ এলাকার সুন্দরপুরে পৌছালে এর দুইট বগি লাইনচ্যুত হয়। তাবে এতে কোনো হতাহাতের ঘটনা ঘটেনি।

তিনি আরও জানান, ঈশ্বরদী থেকে উদ্ধারকারী ট্রেন আসছে। এরপর উদ্ধার তৎপরতা শুরু হবে। তবে এখন পর্যন্ত খুলনার সাথে দুই পাশের সকল ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

এটিএম/

Exit mobile version