Site icon Jamuna Television

আম্পায়ারিং নিয়ে মন্তব্য করায় কুমিল্লার কোচ সালাউদ্দিনের জরিমানা

বিসিবির আচরণবিধি ভঙ্গের জন্য ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা করা হয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কোচ সালাউদ্দিনকে। পাশাপাশি তিনটি ডিমেরিট পয়েন্ট যোগ করা হয়েছে বিপিএলের সফলতম এই কোচের নামের পাশে।

আচরণবিধির ২.৭ ধারা অনুযায়ী লেভেল ২ ভাঙার অভিযোগ আনা হয় সালাউদ্দিনের বিরুদ্ধে। ধারায় উল্লেখ আছে, ম্যাচের কোনো ঘটনা নিয়ে প্রকাশ্যে সমালোচনা ও অনুপযুক্ত মন্তব্য করা নিষিদ্ধ। কিন্তু ফরচুন বরিশালের বিপক্ষে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আম্পায়ারিং ও এডিআরএস নিয়ে কটু কথা বলায় শাস্তি পেতে হচ্ছে তাকে। সালাউদ্দিনের বিরুদ্ধে এই অভিযোগ এনেছেন মাঠের তৃতীয় আম্পায়ার ও চতুর্থ আম্পায়ার।

এর আগে রংপুর রাইডার্সের অধিনায়ক নুরুল হাসান সোহান, খুলনা টাইগার্সের ডাচ পেসার পল ফন মিকেরেনও এডিআরএস নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন।

ইউএইচ/

Exit mobile version