Site icon Jamuna Television

সোশ্যাল মিডিয়ায় বিপিএল; নেটিজেনদের আনন্দ দিচ্ছে দলগুলোর বিভিন্ন কার্যকলাপ

গান গাওয়ার চেষ্টা করছিলেন বেনি হাওয়েল (রংপুর রাইডার্সের আপলোড করা ভিডিও থেকে নেয়া ছবি)।

মাঠের বিপিএল নিয়ে নানা বিতর্ক থাকলেও এবারে সামাজিক যোগাযোগমাধ্যমে দলগুলো চেষ্টা করছে নানাভাবে ভক্তদের আনন্দ দিতে। রংপুরের বেনি হাওয়েলের মুখে বাংলা গান আলাদা করে নজর কেড়েছে নেটিজেনদের। ফ্রাঞ্জাইজিটি বিভিন্ন ভিডিও পোস্ট করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের সাথে রসায়নটা জমানোর চেষ্টা করছে। ভক্তদের সাথে কুইজ খেলা, ক্রিকেটারদের খুনসুটি সবমিলিয়ে সোশ্যাল মিডিয়ায় বেশ সরব এবারের বিপিএল।

বেনি হাওয়েলের গান গাওয়ার ভিডিওটি দেখতে ক্লিক করুন এখানে

বাংলাদেশের জনপ্রিয় গায়ক হাবিব ওয়াহিদের ‘বেনী খুলে’ গানটি গাইতে গিয়ে দাঁত প্রায় ভাঙ্গার উপক্রম বেনি হাওয়েলের। তবে এ ইংলিশ ক্রিকেটারের মুখে বাংলা বুলি শুনে হাসি ফুটেছে অনেক নেটিজেনের মুখেই। রংপুর রাইডার্স তাদের তারকা ক্রিকেটারদের বিভিন্ন মুহূর্তের ভিডিও আপলোড করছে নিজেদের ফেসবুক পেজে। শুধু তাই নয়; বিভিন্ন মজার বিষয়ে তারা কুইজও খেলছে। আর, তারকা ক্রিকেটারদের মাধ্যমে র‍্যাফেল ড্র করে ঘোষণা করছে বিজয়ীর নাম।

শুধু তাই নয়, এল ক্লাসিকো নিয়েও ক্রিকেটারদের সমর্থনের কথা জানিয়েছে রংপুর। তারকা ক্রিকেটার মোহম্মদ নেওয়াজ এরই মধ্যে যুক্ত হয়েছেন দলের সাথে। তার আগমনকে ঘিরে নানা পোস্ট করে ভক্তদের নিজেদের শক্তি সম্পর্কে জানিয়ে দিয়েছে ফ্রাঞ্চাইজিটি।

/এসএইচ

Exit mobile version