Site icon Jamuna Television

রিয়ালকে ৩-১ গোলে হারিয়ে ১৪তম স্প্যানিশ সুপার কাপ জিতলো বার্সেলোনা

চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে হারিয়ে নিজেদের ১৪তম স্প্যানিশ সুপার কোপা শিরোপা জিতলো বার্সেলোনা।

স্প্যানিশ সুপার কাপের ফাইনালে রিয়াল মাদ্রিদকে ৩-১ গোলে উড়িয়ে দিয়ে শিরোপা জিতেছে বার্সেলোনা। টুর্নামেন্টে এটি কাতালান ক্লাবটির ১৪তম শিরোপা জয়।

সোমবার (১৬ জানুয়ারি) রাতে রিয়াদের কিং ফাহাদ স্টেডিয়ামে এ ম্যাচের শুরু থেকেই দাপট ছিলো বার্সেলোনার। চলছিলো একের পর এক আক্রমণ। ম্যাচের ১৩ মিনিটে লেভানডোভস্কির শট ফিরিয়ে দেন রিয়ালের ত্রানকর্তা গোলরক্ষক থিবো কোর্তোয়া। মিনিট ছয়েকের মাথায় করিম বেনজেমার হেড অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়।

তবে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি কাতালানদের। ৩৩ মিনিটে দারুণ এক ফিনিশিংয়ে বার্সেলোনাকে লিড এনে দেন গাভি। আর, প্রথমার্ধের শেষ দিকে লিড দ্বিগুণ করেন লেভানডোভস্কি।

বিরতির পর উসমান ডেম্বেলের শট ফিরিয়ে ব্যবধান বড় হতে দেননি কোর্তোয়া। কিন্তু, একপেশে এ লড়াইয়ে পেদ্রির গোলে ঠিকই ব্যবধান ৩-০ করে ফেলে কাতালান ক্লাবটি। শেষ দিকে রিয়াল মাদ্রিদের হয়ে স্বান্তনাসূচক গোলটি করেন করিম বেনজেমা।

প্রসঙ্গত, কোচ জাভি হার্নান্দেসের অধীনে এটিই প্রথম শিরোপা জয় বার্সেলোনার।

/এসএইচ

Exit mobile version