Site icon Jamuna Television

ইউক্রেনে রুশ হামলায় ভবন বিধ্বস্ত; ৩০ মরদেহ উদ্ধার, নিখোঁজ অন্তত ৪০

ইউক্রেনের নিপ্রো শহরে বিধ্বস্ত বহুতল ভবনের নিচে এখনো নিখোঁজ রয়েছে কমপক্ষে ৪০ জন বাসিন্দা। তাদের জীবিত উদ্ধার করার আশা আর নেই, এমনটি জানিয়েছে উদ্ধারকর্মীরা। তবে ভারী তুষারপাত এবং কনকনে ঠাণ্ডায় ব্যাহত হচ্ছে উদ্ধার তৎপরতা। এখন পর্যন্ত অন্তত ৩০টি মরদেহ উদ্ধার করা হয়েছে। খবর সিএনএন এর।

এ নিয়ে নিপ্রো শহরের মেয়র বরিস ফিলাতভ জানান, রুশ হামলায় ধ্বংসাবশেষে পরিণত হয়েছে ৯ তলা ভবনটি। সেখান থেকেই উদ্ধার হয়েছে কমপক্ষে ৩০ জনের মরদেহ। তাছাড়া আহত অবস্থায় ৭৩ জনকে উদ্ধার করা হয়েছে। যাদের মধ্যে ১২ জনের অবস্থা সংকটাপন্ন।

এর আগে, শনিবার (১৪ জানুয়ারি) রাজধানী কিয়েভসহ খারকিভ, নিপ্রো এবং বাখমুত অঞ্চলে ৫৭ দফা মিসাইল ছোঁড়ে রাশিয়া। পাশাপাশি গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো লক্ষ্য করে অন্তত ৭০ দফা গোলাবর্ষণ করা হয়।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে, একে সফল অভিযান হিসেবে আখ্যা দেয়া হয়েছে। জানানো হয়েছে, হামলার অন্যতম টার্গেট ছিল বিদ্যুৎ ও জ্বালানি কেন্দ্রগুলো।

এসজেড/

Exit mobile version