Site icon Jamuna Television

খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির বিক্ষোভ

খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দেশের বিভিন্নস্থানে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি।

সকালে মুন্সিগঞ্জ সদরের মুক্তারপুর বটতলায় সমাবেশ করে বিএনপি নেতাকর্মীরা। বক্তারা অভিযোগ করেন, খালেদা জিয়াকে রাজনীতি থেকে দূরে রাখতে মিথ্যা মামলায় কারাগারে রাখা হয়েছে। সুচিকিৎসা দিতেও টালবাহানা করছে সরকার।

নেত্রকোণায় দলীয় কার্যালয় সামনে থেকে মিছিল বের করতে চাইলে বাধা দেয় পুলিশ। পরে সেখানেই সমাবেশ করে বিএনপি নেতাকর্মীরা। খালেদা জিয়াকে মুক্তি না দিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন নেতারা।

একই দাবিতে বিক্ষোভ-সমাবেশ হয়েছে লক্ষ্মীপুরেও।

Exit mobile version