Site icon Jamuna Television

ঢাকা ছেড়েছেন ডোনাল্ড লু

মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু।

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের আমন্ত্রণে তার বাসায় নৈশভোজ শেষে সোমবার (১৬ জানুয়ারি) রাত দুইটায় ঢাকা ত্যাগ করেছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু।

এর আগে, রোববার (১৫ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে হোটেল ওয়েস্টিন থেকে পিটার হাসের গুলশান-২নম্বরের বাসভবনে যান লু। দুইদিনের সফরে বাংলাদেশে আসা ডোনাল্ড লু এর সৈজন্যে এ নৈশভোজের আয়োজন করেন মার্কিন রাষ্ট্রদূত।

যেখানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হোসেন জিল্লুর, মানবাধিকার কর্মী নূরখান লিটন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক তাসনিম আরেফা সিদ্দিকী ও নারীনেত্রী শিরিন হকসহ বেশ কয়েকজন। প্রায় দুইঘণ্টাব্যাপী চলা এই নৈশভোজে ছিলেন তারা।

/এসএইচ

Exit mobile version