Site icon Jamuna Television

নতুন মিস ইউনিভার্স যুক্তরাষ্ট্রের আর-বনি গ্যাব্রিয়েল

মিস ইউনিভার্সের ৭১তম আসরে সেরার মুকুট জিতলেন যুক্তরাষ্ট্রের মডেল আর-বনি গ্যাব্রিয়েল। রোববার (১৫ জানুয়ারি) লুইজিয়ানায় বসে জমকালো এ আসর।

বিশ্বের ৮৪ প্রতিযোগীকে পেছনে ফেলে ‘মিস ইউনিভার্স’ খেতাব জয় করেন বনি। পেশায় একজন ফ্যাশন ডিজাইনার ২৮ বছরের এই মডেল। রয়েছে তার নামেই একটি পোশাকের ব্র্যান্ড। জন্ম যুক্তরাষ্ট্রে হলেও গ্যাব্রিয়েলের বাবা ফিলিপাইনের নাগরিক। সে অনুযায়ী ফিলিপিনো বংশোদ্ভূত মার্কিনী হিসেবে তিনিই হলেন প্রথম মিস ইউনিভার্স। এবারের আসরে দ্বিতীয় হয়েছেন মিস ভেনেজুয়েলা আমান্ডা ডুডামেল।

/এমএন

Exit mobile version