Site icon Jamuna Television

মাঝ আকাশে যান্ত্রিক গোলোযোগ, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীকে নিয়ে চপারের জরুরি অবতরণ

বড় বিপদ থেকে রক্ষা পেয়েছেন ভারতের মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান। মাঝ আকাশে তাকে বহনকারী হেলিকপ্টারে হঠাৎ যান্ত্রিক গোলোযোগ দেখা দিলে সেটিকে জরুরি অবতরণ করাতে বাধ্য হন পাইলট। খবর আনন্দবাজার পত্রিকার।

রোববার (১৫ জানুয়ারি) স্থানীয় সময় সন্ধ্যায় ঘটে এ ঘটনা। এ সময় একটি জনসভায় অংশ নিতে মধ্যপ্রদেশের মানওয়ার থেকে ধারের উদ্দেশে চপারে করে রওনা দেন শিবরাজ সিংহ। তবে মাঝপথে হেলিকপ্টারটির যান্ত্রিক গোলোযোগ দেখা দেয়। ফলে ফের মানওয়ারে ফিরিয়ে এনে সেটি জরুরি অবতরণ করানো হয়। পরে অবশ্য সড়ক পথেই গন্তব্যের উদ্দেশে রওনা দেন মুখ্যমন্ত্রী।

রাজ্য প্রশাসন সূত্রে জানা গেছে, সুস্থ রয়েছেন মুখ্যমন্ত্রী। তার কোনো আঘাত লাগেনি। কিছু সময় বিশ্রাম নিয়ে তিনি সড়কপথে রওনা দেন।

এসজেড/

Exit mobile version