Site icon Jamuna Television

১৩৫ বছরে প্রথমবারের মতো ১০ মিটার ড্রাফট জাহাজ ভিড়লো চট্টগ্রাম বন্দরে

চট্টগ্রাম বন্দরের ১৩৫ বছরের ইতিহাসে প্রথমবারের মতো ভিড়েছে ১০ মিটার ড্রাফট এবং ২শ মিটারের বড় জাহাজ৷

রোববার (১৫ জানুয়ারি) সন্ধ্যা ছয়টার দিকে চট্টগ্রাম বন্দরের সিসিটি-১ জেটিতে ভেড়ানো হয় মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী এমভি কমন এটলাস নামের ওই জাহাজটি।

জানা গেছে, জাহাজটিতে ব্রাজিল থেকে ৬০ হাজার ৫শ’ টন চিনি নিয়ে এসেছে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ। বেশি ড্রাফটের এ জাহাজ ভেড়ার মাধ্যমে আগের চেয়ে বেশি পণ্য বোঝাই করে জাহাজগুলোতে বন্দরের জেটিতে ভেড়ানো যাবে বলছে কর্তৃপক্ষ। একই সাথে বন্দর থেকে সরাসরি বিভিন্ন দেশে কনটেইনারবাহী জাহাজসেবা চালুর সুযোগও বাড়বে, বলে জানিয়েছে তারা।

/এসএইচ

Exit mobile version