Site icon Jamuna Television

সোনালী ব্যাংকের ১৭টি শাখা ‘মডেল শাখা’য় রূপান্তর

প্রযুক্তিনির্ভর ও আধুনিক ব্যাংকিং সেবাকে আরও গতিশীল করতে ১৭টি শাখাকে মডেল শাখায় রূপান্তর করেছে সোনালী ব্যাংক।

সোমবার (১৬ জানুয়ারি) সকালে ব্যাংকটির প্রধান কার্যালয়ে মডেল শাখা কার্যক্রমের উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান জিয়াউল হাসান সিদ্দিকী। মডেল শাখায় অবসরপ্রাপ্ত কর্মকতা, বয়স্ক নাগরিক, মুক্তিযোদ্ধা ও প্রতিবন্ধীরা বিশেষ সেবা পাবেন। তাদের জন্য আলাদা কাউন্টার খোলা হয়েছে।

সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আফজাল করিম বলেন, স্মার্ট বাংলাদেশের বিনির্মানের অংশ হিসেবেই প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা চালু করা হয়েছে। এর মাধ্যমে গ্রাহকরা দ্রুত সেবা পাবেন। চেকের পাশাপাশি নগদ লেনদেনের ব্যবস্থা আছে মডেল শাখায়। পর্যায়ক্রমে মডেল শাখার সংখ্যা আরও বাড়ানোর কথা বলেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক।

/এমএন

Exit mobile version