Site icon Jamuna Television

ইনজুরিতে অস্ট্রেলিয়ান ওপেন থেকে ছিটকে গেলেন নিক কিরিওস

ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ান ওপেনে খেলা হচ্ছে না নিক কিরিওসের। হাঁটুর ইনজুরির কারণে কোর্টে নামার আগেই অস্ট্রেলিয়ান ওপেন থেকে ছিটকে গেছেন এই অস্ট্রেলিয়ান টেনিস তারকা।

সোমবার (১৬ জানুয়ারি) থেকে শুরু হয়েছে অস্ট্রেলিয়ান ওপেন। মঙ্গলবার টুর্নামেন্টে নিজের প্রথম ম্যাচ খেলার কথা ছিল নিক কিরিওসের। তবে পুরুষদের সিঙ্গেলসে রাশিয়ার রোমান সাফিউলিনের বিপক্ষে অস্ট্রেলিয়ান তারকার ম্যাচটি বাতিল হয়েছে। হাঁটুর চোটে ছিটকে গেছেন কিরিওস।

২০২২ সালটা দারুণ কেটেছিল এই টেনিস তারকার। অস্ট্রেলিয়ান ওপেনের ডাবলসে চ্যাম্পিয়ন হয়ে বছর শুরু করা কিরিওস উইম্বলডন এবং ইউএস ওপেনে হন রানারআপ। ২০২৩ সাল নিয়েও এই অস্ট্রেলিয়ান তারকার ছিল বাড়তি প্রত্যাশা।

আরও পড়ুন: রিয়ালকে ৩-১ গোলে হারিয়ে ১৪তম স্প্যানিশ সুপার কাপ জিতলো বার্সেলোনা

/এম ই

Exit mobile version