Site icon Jamuna Television

চট্টগ্রামে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ

চট্টগ্রাম মহানগরেীতে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার (১৬ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে নগরীর কাজীর দেউরি এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় বিএনপির নেতাকর্মীরা পুলিশের দিকে ইট-পাটকেল নিক্ষেপ করেন। তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদুনে গ্যাস নিক্ষেপ করে ও গুলি চালায়।

এদিন বিকেলে বিএনপির বিক্ষোভ সমাবেশে দলটির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম যখন বক্তব্য দিচ্ছিলেন, তখন নেতাকর্মীদের লাঠিসোটা নিয়ে এগোতে দেখা যায়। আর ইট-পাটকেল ছোড়া শুরু করে। বিপরীত দিক থেকে তখন পুলিশ টিয়ারশেল নিক্ষেপ শুরু করে। এ সময় টিয়ারশেলের ধোঁয়ায় সমাবেশ পণ্ড হয়ে যায়। আর ক্ষতি এড়াতে আশপাশের দোকানপাট বন্ধ হয় যায় এ সময়।

এদিকে, বিএনপির নেতাদের অভিযোগ, মিছিল নিয়ে সমাবেশস্থলে আসার সময় পুলিশ বাধা দেয়। তখন পুলিশের সাথে তর্ক-বিতর্কের এক পর্যায়ে সংঘর্ষের সৃষ্টি হয়।

সংঘর্ষের এক পর্যায়ে কাজীর দেউরি পুলিশ বক্সের সামনে রাখা একটি মোটরসাইকেল পুড়িয়ে দেয় দলটির বিক্ষুব্ধ নেতাকর্মীরা। দফায় দফায় এ সংঘর্ষে সড়কে আধা ঘণ্টার মতো যান চলাচল বন্ধ থাকে। এ ঘটনায় এখন পর্যন্ত ১ জনকে আটকের খবর পাওয়া গেছে।

/এমএন

Exit mobile version