Site icon Jamuna Television

কর্ম কমিশন বিল ২০২৩ অনুমোদন

ফাইল ছবি।

বাংলাদেশ কর্মকমিশন বিল ২০২৩ এর অনুমোদন দিয়েছে জাতীয় সংসদ। সোমবারের (১৬ জানুয়ারি) সংসদ অধিবেশনে এই আইন অনুমোদনের জন্য প্রস্তাব দেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। সংসদ সদস্যদের ভোটে এই আইন পাশ করে সংসদ।

সোমবার বিকেলে স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শুরু হয় সংসদ অধিবেশন। শুরুতেই কয়েকটি সংসদীয় কমিটি পুনর্গঠন করা হয়। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে গঠন করা হয় বিশেষ অধিকার সংক্রান্ত স্থায়ী কমিটি। পরে পাবলিক সার্ভিস কমিশন অর্ডিন্যান্স-১৯৭৭ রহিত করে বাংলাদেশ কর্ম কমিশন বিল ২০২৩ সংসদে পাশ হয়।

পরে রাষ্ট্রপতি আবদুল হামিদের দেয়া ভাষণের ওপর আলোচনা করেন সংসদ সদস্যরা। তারা বলেন, শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। কোনো ষড়যন্ত্র সেই গতি থামাতে পারবে না। সংসদ সদস্যরা বলেন, দেশ মেরামতের কথা যারা বলছেন তারা আবারও কারফিউ গণতন্ত্র ফিরিয়ে আনতে চান।

আরও পড়ুন: থাকছে না জেএসসি ও জেডিসি পরীক্ষা

/এম ই

Exit mobile version