Site icon Jamuna Television

চট্টগ্রামে আদালত চত্বরে পুলিশের গাড়ি চাপায় যুবকের মৃত্যু

চট্টগ্রাম ব্যুরো:

চট্টগ্রাম আদালত ভবন চত্বরের সামনে পুলিশের গাড়ির চাপায় হেলাল উদ্দিন নামে এক যুবকের মৃত্যু হয়েছে। ওই যুবক হেলাল নগরের পতেঙ্গা এলাকার বাসিন্দা।

সোমবার (১৬ জানুয়ারি) বিকেল চারটার দিকে কোর্ট হিল থেকে নামার সময় রেজিস্ট্রি ভবনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ নূর আলম আশিক জানান, আদালত ভবন এলাকা থেকে আহত অবস্থায় মো. হেলাল উদ্দিন নামে এক পথচারীকে চমেক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়।
আরও পড়ুন: মডেল মসজিদে ডা. মুরাদের নাম ফলক না থাকায় ৫ জনকে মারধরের অভিযোগ
ইউএইচ/

Exit mobile version