Site icon Jamuna Television

‘বাংলাদেশকে সহায়তা অব্যাহত রাখবে আইএমএফ’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎকালে আইএমএফ'র ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর আন্তোইনেত মনসিও সাইয়েহ।

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ২০৪১ সাল নাগাদ বাংলাদেশকে একটি উন্নত, সমৃদ্ধ ও উচ্চ আয়ের দেশে উত্তরণে তাদের সহায়তা অব্যহত রাখবে।

সোমবার (১৬ জানুয়ারি) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে সাক্ষাৎকালে আইএমএফ’র ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর আন্তোইনেত মনসিও সাইয়েহ এ আশ্বাস দেন। তিনি বলেন, আইএমএফ দীর্ঘদিন ধরে বাংলাদেশের উন্নয়ন সহযোগী এবং তিনি এই সম্পর্ককে আরও জোরদার করতে এসেছেন। এ সময় প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ বেল-আউটের জন্য কোনো ধরনের সহযোগিতা চায় না, বরং পূর্বপ্রস্তুতি হিসেবে সহযোগিতা চেয়েছে।

আইএমএফ’র ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নের ভূয়সী প্রশংসা করেন। এ সময় তিনি বিগত এক দশকে নারীর ক্ষমতায়ন, শিক্ষা, কৃষি ও ৬ শতাংশ জিডিপি প্রবৃদ্ধিসহ বিভিন্ন খাতে সরকারের সাফল্য তুলে ধরেন।

আরও পড়ুন: আইএমএফের ঋণ: ‘অনুমোদনের জন্যে বোর্ড সভায় উপস্থাপন করা হবে ৩০ জানুয়ারি’

/এম ই

Exit mobile version