Site icon Jamuna Television

কুষ্টিয়ায় কাউন্সিলরের মামলায় পৌরসভার সার্ভেয়ার কারাগারে

কুষ্টিয়া প্রতিনিধি:

কুষ্টিয়া শহরে পৌরসভার ১৬নং ওয়ার্ড কাউন্সিলর আবু জাহিদ সঞ্জুর ওপর অতর্কিত হামলা চালানোর মামলায় পৌরসভার সার্ভেয়ার আব্দুল মান্নানকে কারাগারে প্রেরণ করেছেন আদালত।

রোববার (১৬ জানুয়ারি) দুপুরের দিকে কুষ্টিয়া সদরের নিম্ন আদালতের বিচারক জামিন না দিয়ে আব্দুল মান্নানকে জেল হাজতে প্রেরণ করেন।

জানা যায়, গত মঙ্গলবার (১০ জানুয়ারি) সকালে আবু জাহিদ সঞ্জু মোটরসাইকেলযোগে বাড়াদী ভাগাড়পাড়া মোড়ে পৌঁছালে পূর্ব শত্রুতার জের ধরে পৌরসভার সার্ভেয়ার আব্দুল মান্নানের নেতৃত্বে পূর্বপরিকল্পিতভাবে হামলা করে প্রতিপক্ষের লোকজন। এ সময় আবু জাহিদ সঞ্জুসহ কয়েকজন গুরুতরভাবে আহত হন। এতে কাউন্সিলর আবু জাহিদ সঞ্জুর মাথায় ১০টা ও হাতে ৩টা সেলাই ও সঞ্জুর অন্য ভাই তঞ্জুর মাথায় ২৬টা সেলাই দেয়া হয়েছে।

হামলার ঘটনার পর দিন (১১ জানুয়ারি) কুষ্টিয়া মডেল থানায় ৯ জনকে আসামি করে মামলা দায়ের করেন ওয়ার্ড কাউন্সিলর আবু জাহিদ সঞ্জুর ভাই রাজু আহম্মেদ। সেই মামলার তিন নম্বর আসামি ছিলেন কুষ্টিয়া পৌরসভার সার্ভেয়ার আব্দুল মান্নান।

ইউএইচ/

Exit mobile version