Site icon Jamuna Television

জাজিরায় ট্রাকের ধাক্কায় নারীসহ ৬ অ্যাম্বুলেন্স আরোহী নিহত  

ফাইল ছবি

শরীয়তপুর করেসপনডেন্ট:

শরীয়তপুরে পদ্মা সেতুর জাজিরা প্রান্তে টোল প্লাজার সামনে একটি ট্রাকের ধাক্কায় নারীসহ ৬ অ্যাম্বুলেন্স আরোহী নিহত হয়েছেন। দুর্ঘটনায় নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

মঙ্গলবার (১৭ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে তিনটার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার কারণ সম্পর্কে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি। নিহতদের মরদেহ জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হচ্ছে বলে জানা গেছে।

আরও জানা যায়, গ্যাসের সিলিন্ডার ভর্তি একটি ট্রাক রাস্তার পাশে পার্কিং করা ছিল। ভোরের দিকে দ্রুতগামী ওই অ্যাম্বুলেন্সটি ট্রাকটিকে পেছন থেকে ধাক্কা দেয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, অ্যাম্বুলেন্সটি দুর্ঘটনার আগে উচ্চগতিতে ছিল। অ্যাম্বুলেন্সের চালক চলন্ত অবস্থায় ঘুমিয়ে পড়েছিলেন বলে ধারণা তাদের।

পদ্মা সেতু (দক্ষিণ) থানার উপ-পরিদর্শক সুরজ মিয়া গণমাধ্যমকে জানিয়েছেন, বরিশাল থেকে রোগী এবং রোগীদের স্বজনদের নিয়ে ঢাকার দিকে যাচ্ছিল অ্যাম্বুলেন্সটি। পথে জাজিরায় পদ্মা সেতুর টোল প্লাজার কাছে গতিরোধক পার হতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পেছনে ধাক্কা দেয় অ্যাম্বুলেন্সটি। এতে অ্যাম্বুলেন্সটি ট্রাকের পেছনে ঢুকে দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হন অ্যাম্বুলেন্সের ছয় যাত্রী।

/এসএইচ

Exit mobile version