Site icon Jamuna Television

গাইবান্ধায় মাধ্যমিকের বই চুরি, ১১ হাজার বইসহ গ্রেফতার ৩

ফাইল ছবি

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় মাধ্যমিক পর্যায়ের ২০২৩ শিক্ষাবর্ষের সাড়ে ১১ হাজার বই চুরি ও পাচারের মামলায় অভিযুক্ত তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১৬ জানুয়ারি) রাত ৯টার দিকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন সুন্দরগঞ্জ থানার ওসি মো. সেরাজুল ইসলাম। গ্রেফতারকৃতরা হলেন, সুন্দরগঞ্জ উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসের অফিস সহায়ক মাজেদুর রহমান মাজেদ, ট্রাক চালক শ্যামল মিয়া ও তার ভাই হেলপার রাসেল মিয়া।

ওসি মো. সেরাজুল ইসলাম বলেন, যমুনা সেতুর পশ্চিম থানা এলাকা থেকে রোববার (১৫ জানুয়ারি) রাত ১০টায় বই ভর্তি ট্রাকসহ চালক শ্যামল ও তার ভাই রাসেলকে গ্রেফতার করে পুলিশ। পরে, সোমবার দুপুরে সুন্দরগঞ্জ থানায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। জিজ্ঞাসাবাদে বইগুলো টাকার বিনিময়ে সুন্দরগঞ্জে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সহকারি মাজেদুর রহমানের কাছে ক্রয়ের কথা জানায় ট্রাকের চালক শ্যামল ও তার ভাই রাসেল। তাদের দেয়া তথ্যেই অফিস সহাকারী মাজেদুরকে আটক করা হয় বলেও জানান তিনি।

/এসএইচ

Exit mobile version