Site icon Jamuna Television

বদলগাছীতে অনুভূত হয়েছে আজকের সর্বনিম্ন তাপমাত্রা

ফাইল ছবি

মাঘের শুরুতে আবারও মৃদু শৈত প্রবাহ প্রবাহিত হচ্ছে উত্তর ও পূর্বাঞ্চলের জনপদে। দিনাজপুর, সৈয়দপুর, পঞ্চগড়, নীলফামারী ও মৌলভীবাজার অঞ্চলের ওপর দিয়ে বইছে মৃদু শৈত্য প্রবাহ। আবহাওয়া অফিস জানিয়েছে, আরও কয়েকদিন মৃদু শৈত্য প্রবাহ অব্যাহত থাকবে।

মঙ্গলবার (১৭ জানুয়ারি) দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে নওগাঁর বদলগাছীতে ৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। সকাল থেকে হিমেল হাওয়া আর ঘন কুয়াশায় বিপর্যস্ত ছিল জনজীবন। প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না অনেকেই। আর, তীব্র শীতে বিপাকে পড়েছেন হতদরিদ্র মানুষ।

এদিকে, শীতের তীব্রতার সাথে বেড়েছে ঠান্ডাজনিত রোগের প্রকোপ। কুয়াশার কারণে ক্ষতির মুখে পড়েছেন চাষীরাও। পচে নষ্ট হচ্ছে বীজতলা। ব্যাহত হচ্ছে নৌযান চলাচল।

/এসএইচ

Exit mobile version