Site icon Jamuna Television

চীন-রাশিয়া পাশে থাকবে: আশাবাদ ওবায়দুল কাদেরের

রোহিঙ্গা সংকট সমাধানে চীন ও রাশিয়া জাতিসংঘে নিরাপত্তা পরিষদে নির্যাতনের শিকার রোহিঙ্গাদের পক্ষে অবস্থান নেবে বলে আশা করছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষ্যে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে যুবলীগের মিলাদ মাহফিলে একথা বলেন তিনি। এসময় প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনায় দোয়া করা হয়। পরে ধানমন্ডি বত্রিশ নম্বরে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির উদ্যোগে বন্যার্তদের মাঝে রিক্সা ও ভ্যান বিতরণ কর্মসূচিতে যোগ দেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী। তিনি জানান, প্রধানমন্ত্রীর জন্মদিনে কোন উৎসব হবে না। আয়োজনের অর্থ দিয়ে রোহিঙ্গাদের সাহায্য দেয়া হবে।

Exit mobile version