Site icon Jamuna Television

বিগ ব্যাশে প্রথম সেঞ্চুরির দেখা পেলেন স্মিথ

ছবি: সংগৃহীত

স্টিভ স্মিথ কয়েকদিন আগেও টেস্টে সেঞ্চুরি করেছেন। সেই মেজাজ ছেড়ে এবার করলেন আক্রমণাত্মক এক টি-টোয়েন্টি শতক। নিজের ক্যারিয়ারের ২য় টি-২০ সেঞ্চুরি। বিগ ব্যাশে প্রথম সেঞ্চুরি, সিডনি সিক্সার্সের হয়ে প্রথম ব্যাটার হিসেবে সেঞ্চুরি করার কৃতিত্ব এখন স্মিথের দখলে।

এখন পর্যন্ত মোট ২৬টা ম্যাচ খেলেছেন বিবিএলে। সাধারণত এ সময়টায় জাতীয় দলের হয়ে টেস্ট খেলেন বলে সুযোগই হয়ে ওঠেনি তেমন খেলার। এমন হয়েছে একবার কি দুইবার, শুধু ফাইনাল ম্যাচে খেলেছেন স্মিথ। তিনি নিয়মিত খেলতে চান, টেস্ট থেকে অবসর নেয়ার পর নিয়মিত খেলবেন বলে স্টেটমেন্টও দিয়েছেন স্মিথ।

বিবিএল ইতিহাসে সিডনি সিক্সার্সের হয়ে এটি প্রথম সেঞ্চুরির কীর্তি। ৫ চার ও ৭ ছক্কায় ৫৬ বলে ১০১ রানের এক ইনিংস উপহার দেন স্মিথ। দুর্দান্ত এই ইনিংসের পথে স্মিথ গড়েছেন বিবিএল ইতিহাসের সপ্তম দ্রুততম সেঞ্চুরির রেকর্ড। স্মিথের ব্যাটেই ৫ উইকেটে ২০৩ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় সিক্সার্স। টি-২০ তে ব্যাট হাতে সমালোচনার বৃত্তে ছিলেন এই অজি তারকা। এবার ব্যাট হাতেই সেঞ্চুরি হাঁকিয়ে দিলেন সমুচিত জবাব।

/আরআইএম

Exit mobile version