Site icon Jamuna Television

ঝালকাঠিতে ২ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠির কাঠালিয়ায় দুই হাজার পাঁচ পিস ইয়াবাসহ মো. শুভ হাওলাদার (২০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার হওয়া শুভ হাওলাদার পিরোজপুর জেলার মঠবাড়ীয়া উপজেলার বড় মাছুয়া গ্রামের মো. মোস্তফা হাওলাদারের ছেলে।

মঙ্গলবার (১৭ জানুয়ারি) ভোররাতে কাঠালিয়া উপজেলার আমুয়া তুষার চত্বরে ঢাকা থেকে পাথরঘাটাগামী ইসলাম পরিবহনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। বিকাল ৪টায় ঝালকাঠি পুলিশ সুপার কার্যালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার মো. আফরুজুল হক টুটুল।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ইসলাম পরিবহনে অভিযান চালায়। এ সময় শুভ হাওলাদারের কাছ থেকে দুই হাজার পাঁচ পিস ইয়াবা উদ্ধার করা হয়। শুভ ইয়াবার চালান নিয়ে পাথরঘাটা যাচ্ছিল।

এ ব্যাপারে কাঠালিয়া থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের হওয়া মামলায় শুভকে জেল হাজতে পাঠানো হয়েছে।

ইউএইচ/

Exit mobile version