Site icon Jamuna Television

মারা গেলেন ইতালির খ্যাতনামা অভিনেত্রী জিনা ললোব্রিজিডা

ছবি: সংগৃহীত

মারা গেলেন ইতালির খ্যাতনামা অভিনেত্রী জিনা ললোব্রিজিডা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৫ বছর। খবর ভয়েস অফ আমেরিকা’র।

সোমবার (১৬ জানুয়ারি) রোমের একটি ক্লিনিকে তিনি মারা গেছেন বলে জানিয়েছেন অভিনেত্রীর সাবেক আইনজীবী গিউলিয়া সিতানি।

১৯৫৫ সালে ‘বিশ্বের সেরা সুন্দরী’ ছাড়াও তার ক্যারিয়ারের অন্যান্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে রক হাডসনের সাথে গোল্ডেন গ্লোব বিজয়ী ‘কাম সেপ্টেম্বর’, ‘ট্র্যাপিজ’, হামফ্রে বোগার্ট এবং জেনিফার জোন্স অভিনীত ১৯৫৩ সালের জন হুস্টনের চলচ্চিত্র ‘বিট দ্য ডেভিল’।

১৯৬৯ সালে ডেভিড ডি ডোনাটেলর ‘বুওনা সেরা, মিসেস ক্যাম্পবেল’ চলচ্চিত্রর জন্য লোলোব্রিগিদা ইতালির শীর্ষ সেরা অভিনেত্রীর পুরস্কার পান।

/এনএএস

Exit mobile version