Site icon Jamuna Television

ঝিনাইদহে ৪টি স্বর্ণের বারসহ আটক ১

ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে ৪টি স্বর্ণের বারসহ এক স্বর্ণ কারবারিকে আটক করেছে বিজিবি। মঙ্গলবার (১৭ জানুয়ারি) বিকেলে বাঘাডাঙ্গা সীমান্তের পদ্মপুকুর এলাকা থেকে স্বর্ণের বারসহ বায়েজিদ মিয়াকে আটক করা হয়। সে মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা গ্রামের মৃত নাছির উদ্দিনের ছেলে।

মহেশপুর ৫৮ ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল মাসুদ পারভেজ রানা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি ইজিবাইকযোগে একটি স্বর্ণের চালান বাঘাডাঙ্গা সীমান্তের দিকে যাচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি অভিযানিক টহল দল পদ্মপুকুর এলাকা থেকে ইজিবাইকটি গতিরোধ করে। পরে চালককে আটক করে ইজিবাইক তল্লাশি করে কস্টেপ দিয়ে মোড়ানো ৪টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার ওজন ৪শ’ ৬৬.৩৮ গ্রাম। যার বাজার মূল্য ৩৪ লক্ষ ৫৮ হাজার ৮শ’ ৩০ টাকা।

তিনি বলেন, এছাড়াও চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার মাধবখালীর ময়নাগাড়ী এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ৪টি এয়ারগান উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে আসামিসহ স্বর্ণ মহেশপুর থানায় ও এয়ারগান জীবননগর থানায় হস্তান্তর করা হবে।

ইউএইচ/

Exit mobile version