Site icon Jamuna Television

বিয়েতে প্রাক্তন প্রেমিকদের দাওয়াত দিয়ে খাওয়ালেন চীনা তরুণী

ছবি: সংগৃহীত

চীনা এক তরুণী নিজের বিয়েতে তার সাবেক পাঁচ প্রেমিককে দাওয়াত দিয়ে খাইয়েছেন। খবর সাউথ চায়না মর্নিং পোস্ট’র।

প্রতিবেদনে বলা হয়, চীনা এক নববধূ তার বিয়ের ভোজে তার প্রাক্তনদের আমন্ত্রণ জানায়। যা নিয়ে দেশটির সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক আলোচনা সমালোচনা শুরু হয়। গত ৮ জানুয়ারি মধ্য চীনের হুবেই প্রদেশে এই ঘটনা ঘটে।

তরুণী একই টেবিলে বসিয়েছিলেন তার প্রাক্তনদের। শুধু তাই নয় নিজেই তাদের খাবার সার্ভও করেছেন।

ওই নববধূ টেবিলটির নাম দেন ‘টেবিল অব এক্স-বয়ফ্রেন্ড।’ টেবিলের ওপর থাকা একটি কার্ডে সেটাই লেখা ছিল।

/এনএএস

Exit mobile version