Site icon Jamuna Television

এলিয়টের গোলে জয়ের দেখা পেলো লিভারপুল

ম্যাচের ১৩ মিনিটে হার্ভে এলিয়টের দুর্দান্ত গোলে লিড নেয় অলরেডরা। ছবি : সংগৃহীত

তিন ম্যাচ পর অবশেষে জয়ের দেখা পেয়েছে লিভারপুল। এফএ কাপের ম্যাচে উলভারহ্যাম্পটনকে ১-০ গোলে হারিয়ে চতুর্থ রাউন্ডে জায়গা করে নিয়েছে অলরেডরা। জয়সূচক একমাত্র গোল করেন এলিয়ট।

সাম্প্রতিক ফর্মটা মোটেই ভালো যাচ্ছে না লিভারপুলের। এরপরও এফএ কাপের ম্যাচে সালাহ, অ্যালিসনের মতো মূল দলের অধিকাংশ ফুটবলারকে বিশ্রাম দিয়ে উলভসের বিপক্ষে একাদশ গড়েন কোচ য়্যুর্গেন ক্লপ।

তবে এগিয়ে যেতে সময় নেয়নি লিভারপুল। ১৩ মিনিটে হার্ভে এলিয়টের দুর্দান্ত গোলে লিড নেয় অলরেডরা। এরপর পর্তুগিজ মিডফিল্ডার ফ্যাবিও কার্ভালহোও গোল করেছিলেন লিভারপুলের হয়ে। কিন্তু অফসাইডে বাতিল হয় শেষ গোল। ম্যাচে সমতা আনতে মরিয়া উলভস ব্যর্থ হলে ১-০ গোলের জয় পায় ক্লপের দল।

এএআর/

Exit mobile version