Site icon Jamuna Television

চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতিসহ ৪ নেতাকে আটকের অভিযোগ

চট্টগ্রাম মহানগর যুবদল সভাপতি মোশাররফ হোসেন দীপ্তিসহ সংগঠনটির ৪ নেতাকে আটক করা হয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি।

বিএনপির ভারপ্রাপ্ত দফতর সম্পাদক এমরান সালেহ প্রিন্স দাবি করেন, মঙ্গলবার (১৭ জানুয়ারি) মধ্যরাতে কুমিল্লা হাইওয়ে থেকে ডিবি পুলিশ তাদের আটক করে।

দলটির পক্ষ থেকে জানানো হয়, চট্টগ্রাম থেকে ঢাকা আসার পথে রাত ১২ টা ৩০ মিনিটে কুমিল্লা হাইওয়ের ‘হোটেল মায়ামি’ থেকে ডিবি পুলিশ যুবদলের ৪ নেতাকে আটক করে।

/এমএন

Exit mobile version