Site icon Jamuna Television

তীব্র শীতে কাবু উত্তর ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জনপদ

মাঘের প্রথম সপ্তাহে তীব্র শীতে কাবু উত্তর ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জনপদ। বেড়েছে হিমেল হাওয়ার দাপট।

আজ বুধবার (১৮ জানুয়ারি) সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। রংপুর, রাজশাহী বিভাগসহ চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে বইছে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ। সকাল থেকে ঘন কুয়াশা আর তীব্র ঠান্ডায় জবুথবু জনজীবন।

হাড়কাঁপানো শীতের কারণে খুব প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছে না কেউ। বিপাকে পড়েছেন শ্রমজীবী ও ছিন্নমূল মানুষ। শীতজনিত রোগে হাসপাতালে ভর্তি এখনও বহু মানুষ। কুয়াশার কারণে ক্ষতির মুখে পড়েছেন চাষীরা। পচে নষ্ট হচ্ছে বীজতলা।

এদিকে, নৌযান চলাচলও ব্যাহত হচ্ছে। আবহাওয়া অফিস জানিয়েছে, আরও কয়েকদিন অব্যাহত থাকবে এমন আবহাওয়া।

/এমএন

Exit mobile version