Site icon Jamuna Television

আর্জেন্টিনার আগমন নিয়ে বাফুফের সংবাদ সম্মেলন স্থগিত

ছবি: সংগৃহীত

বাংলাদেশে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার আগমন নিয়ে পূর্ব নির্ধারিত সংবাদ সম্মেলন স্থগিত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সংবাদ সম্মেলনটি আজ বুধবার (১৮ জানুয়ারি) দুপুরে হওয়ার কথা ছিল।

১৮ জানুয়ারি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সংবাদ সম্মেলনটি স্থগিতের তথ্য জানান বাফুফের মিডিয়া এক্সিকিউটিভ খালিদ মাহমুদ নওমী। বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার দুপুর ২:৩০ ঘটিকার বাফুফের পূর্বনির্ধারিত প্রেস ব্রিফিংটি অনিবার্য কারণবশতঃ অনুষ্ঠিত হচ্ছে না বিধায় আমরা আন্তরিকভাবে দুঃখিত।

এর আগে, ১৭ জানুয়ারি গণমাধ্যমের সাথে আলাপচারিতায় বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন জানিয়েছিলেন, আর্জেন্টিনার ঢাকায় আসার বিষয়টা প্রায় চূড়ান্ত। আর্জেন্টিনার প্রতিপক্ষ হিসেবে জাপান অথবা মরক্কো ফুটবল দল হতে পারে বলেও তখন জানা যায়। গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন জানান, আর্জেন্টিনার প্রস্তাবিত এই সফর চূড়ান্ত হয়ে এসেছে। এখন শুধু টার্মস অ্যান্ড কন্ডিশন নিয়ে আলোচনা চলছে। তারা জানিয়েছে, জুনের ফিফা উইন্ডোতে তারা আসতে চায়। টার্মস অ্যান্ড কন্ডিশন সমস্যা না হলে জুনে তারা আসবে বলাই যায়।

আরও পড়ুন: ‘জুনে বাংলাদেশে আসার ব্যাপারে আলোচনাই হয়নি আর্জেন্টিনার সাথে’

/এম ই

Exit mobile version