Site icon Jamuna Television

পিএসজি থেকে উলভসে পাড়ি জমালেন সারাবিয়া

ছবি: সংগৃহীত

ফরাসি ক্লাব পিএসজি থেকে ইংলিশ ক্লাব উলভারহ্যাম্পটনে যোগ দিয়েছেন স্প্যানিশ মিডফিল্ডার পাবলো সারাবিয়া। উলভসের সাথে সারাবিয়ার চুক্তির মেয়াদ ২০২৫ সাল পর্যন্ত। খবর গোল ডটকমের।

আড়াই বছরের চুক্তিতে প্রিমিয়ার লিগের ক্লাবটিতে যোগ দিলেন সারাবিয়া। ট্রান্সফার ফি নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু না জানালেও গণমাধ্যম বলছে, ৫৪ লাখ ডলারে ৩০ বছর বয়সী মিডফিল্ডারকে দলে নিয়েছে উলভস। রিয়াল মাদ্রিদের একাডেমি থেকে উঠে আসা সারাবিয়া খেলেছেন লস ব্লাঙ্কোসদের মূল দলেও। এরপর গেটাফে, সেভিয়া ও পিএসজিতে খেলার পর এবার পাড়ি দিলেন প্রিমিয়ার লিগে।

পিএসজির দায়িত্বে ক্রিস্টফ গালতিয়ের আসার পরই একাদশে অনিয়মিত হয়ে যান সারাবিয়া। চলতি মৌসুমে শুরুর একাদশে মাত্র ৩ বার খেলতে পেরেছেন এই স্প্যানিশ ফুটবলার। স্পেনের হয়ে অনূর্ধ্ব-১৯ দলের পর কোচ লোপেতেগির সাথে আবারও যুক্ত হচ্ছেন সারাবিয়া। মূলত উইঙ্গার হলেও আক্রমণভাগ ও মিডফিল্ডেও খেলতে পারেন এই স্প্যানিশ।

আরও পড়ুন: দ্বিতীয়স্থানে ওঠার হাতছানিতে মাঠে নামবে ম্যানইউ

/এম ই

Exit mobile version