Site icon Jamuna Television

নিউজিল্যান্ডের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে ভারত

ছবি: সংগৃহীত

৩ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা। ইনজুরির কারণে ওয়ানডে সিরিজ থেকে ছিতকে যান কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন। তার পরিবর্তে অধিনায়কত্ব করছেন টম লাথাম।

হায়দ্রাবাদের রাজীব গান্ধি স্টেডিয়ামে খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টায়। ভারতীয় দলেও রয়েছে একাধিক চোটের সমস্যা, ২০২২ সালে ওয়য়ানডেতে ভারতের হয়ে সর্বাধিক রান সংগ্রাহক শ্রেয়াস আইয়ার ছিটকে যান পুরো সিরিজ থেকে, নেই কে এল রাহুলও। তবে স্বস্তির ব্যাপার পুরনো ফর্মে ফিরেছেন ভিরাট কোহলি। শেষ ৪ ম্যাচে ৩টি সেঞ্চুরি করেছেন রানমেশিন খ্যাত ভারতীয় এই ব্যাটার।

সম্প্রতি পাকিস্তানের মাঠে সিরিজ জিতে প্রাণবন্ত নিউজিল্যান্ড এবার ভারত বধের মিশনে নামছে। কেন উইলিয়ামসনকে না পেলেও তার পরিবর্তে হেনরি নিকোলসকে দলে পেয়েছে ব্ল্যাক কাপসরা।

ভারত একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, ভিরাট কোহলি, ইশান কিষাণ (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, মোহাম্মাদ সিরাজ, মোহাম্মাদ শামি।

নিউজিল্যান্ড একাদশ: ফিন অ্যালেন, ডেভন কনওয়ে, হেনরি নিকোলস, ড্যারেল মিচেল, টম ল্যাথাম (অধিনায়ক ও উইকেটরক্ষক), গ্লেন ফিলিপস, মাইকেল ব্রেসওয়েল, মিচেল স্যান্টনার, হেনরি শিপলি, লকি ফার্গুসন, ব্লেয়ার টিকনার।

/আরআইএম

Exit mobile version