Site icon Jamuna Television

নরসিংদীতে ব্যাংকের ভেতরে মিললো ২ আনসারের মরদেহ

ঘটনাস্থলের সামনে উৎসুক জনতার ভিড়।

নরসিংদীর রায়পুরায় অগ্রণী ব্যাংকের রাধাগঞ্জ শাখা অফিসের ভেতর থেকে দুই আনসার সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন- ফরিদপুরের তৌহিদুল আলম এবং টাঙ্গাইলের রঞ্জু মিয়া। তারা ওই ব্যাংকের নিরাপত্তার দায়িত্বে ছিলেন।

ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা জানান, বুধবার (১৮ জানুয়ারি) সকালে অফিসে এসে ব্যাংকের গেট ভিতর থেকে তালাবদ্ধ দেখতে পান তারা। পরে, ওই দুই নিরাপত্তাকর্মীকে ডাকাডাকি করলেও কোনো সাড়াশব্দ না মেলায় পুলিশে খবর দেয়। বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ এসে তালা ভেঙে তাদের কক্ষ থেকে মরদেহ উদ্ধার করে। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করছে আইনশৃঙ্খলা বাহিনী। তবে ব্যাংকের কোনো অর্থ খোয়া যায়নি। সার্বিক পরিস্থিতিও এখন স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ।

/এসএইচ

Exit mobile version