Site icon Jamuna Television

ত্বকের সৌন্দর্য বাড়াতে দারুচিনির ব্যবহার

প্রত্যেক বাড়ির রান্নাঘরেই দারুচিনি থাকে। রান্নায় সামান্য দারুচিনি ব্যবহার করলেই রান্নার ফ্লেভার বেড়ে যায়। কিন্তু এই উপাদান শুধুমাত্র খাবারের স্বাদই বদলায় না বরং সৌন্দর্য বাড়াতেও অত্যন্ত সাহায্য করে।

দারুচিনি ত্বকের অনেক সমস্যা থেকে মুক্তি দিতে কাজ করে। ত্বকের যত্নে এর গুণাগুণ সম্পর্কে অনেকরই অজানা। আসুন জেনে নেয়া যাক ত্বকের যত্নে কীভাবে ব্যবহার করবেন এই বিশেষ উপাদান-

দারুচিনি ব্রণের সমস্যায় অত্যন্ত উপকারী। মুখে প্রচুর ব্রণ হয়ে থাকলে নিয়মিত দারুচিনি খেতে হবে। এটি আপনার মুখে উজ্জ্বলতা আনতে এবং দাগ দূর করতেও কাজ করে।

দারুচিনিতে রয়েছে অ্যান্টিফাঙ্গাল, অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য। যা আপনার ত্বককে উজ্জ্বল করতে অত্যন্ত সাহায্য করে।

এছাড়াও দারুচিনি খেলে খিদে বাড়ে। খিদে কমে গেলে দারুচিনি খাওয়া যেতে পারে। সেই সঙ্গে বমি বন্ধ করতেও দারুচিনি ব্যবহার করা যেতে পারে।
তথ্যসূত্র: নিউজ এইটিন
ইউএইচ/

Exit mobile version