Site icon Jamuna Television

ফরিদপুরে বাবাকে হত্যার দায়ে বড় ছেলের ফাঁসি, মাসহ ছোট ছেলের যাবজ্জীবন

রায় ঘোষণার পর দণ্ডপ্রাপ্ত আনোয়ার হোসেন আরাফাত, রিজিয়া ও সাকিল ওরফে সামি।

ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুরে দিনমজুর মালেক শেখকে হত্যার দায়ে তার ছেলে আনোয়ার হোসেন আরাফাতকে ফাঁসি এবং তার স্ত্রী রিজিয়া ও আরেক ছেলে সাকিল ওরফে সামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

বুধবার (১৮ জানুয়ারি) দুপুরে ফরিদপুর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শিহাবুল ইসলাম এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামিরা সশরীরে আদালতে উপস্থিত ছিলেন।

মামলা সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ১১ অক্টোবর রাতে নিজ বাড়িতে খুন হন ফরিদপুর সদর উপজেলার কৈজুরী ইউনিয়নের বেতবাড়িয়া গ্রামের দিনমজুর মালেক শেখ। এ ঘটনায় নিহতের ভাই খালেক শেখ বাদী হয়ে কোতয়ালী থানায় ৩-৪ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

মামলার তদন্তকালে পুলিশ জানতে পারে যে, এ হত্যাকাণ্ডের সাথে নিহতের স্ত্রী ও ছেলে জড়িত রয়েছে। এ সময় নিহতের বড় ছেলে আনোয়ার হোসেন ওরফে আরাফাতকে গ্রেফতারও করে তারা। পরে, হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় আনোয়ার হোসেন ওরফে আরাফাত।

স্বীকারোক্তিতে আরাফাত জানায়, প্রথম স্ত্রী থাকা সত্ত্বেও দ্বিতীয় বিয়ে করায় ক্ষিপ্ত হয়ে মা ও ভাইয়ের সহযোগিতায় তার বাবাকে কুপিয়ে হত্যা করে সে।

দীর্ঘ শুনানি শেষে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত নিহতের বড় ছেলে আনোয়ার হোসেন ওরফে আরাফাতকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের আদেশ দেন। একই সাথে আদালত নিহতের প্রথম স্ত্রী রিজিয়া বেগম ওরফে লিলি ও ছোট ছেলে সাকিল ওরফে সামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ২ বছর কারাদণ্ডের আদেশ দেন।

/এসএইচ

Exit mobile version