Site icon Jamuna Television

পূবাইলে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

ছবি: প্রতীকী

স্টাফ করেসপন্ডেন্ট, গাজীপুর:

গাজীপুর মহানগরের পূবাইলে ট্রেনের ধাক্কায় শাহাবুদ্দিন (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

বুধবার (১৮ জানুয়ারি) সকালে টঙ্গী ভৈরব সড়কের মিরের বাজার রেল ক্রসিং এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত শাহাবুদ্দিন ভোলা জেলার লালমোহন থানার চর উমেদ গ্রামের আবুল কাশেমের ছেলে। তিনি মিরের বাজার এলাকায় আব্দুস নেছারের বাড়িতে ভাড়া বাসায় বসবাস করে রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করতেন। শাহাবুদ্দিন জন্ম থেকেই বাক প্রতিবন্ধী (কথা বলতে পারে না)।

নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, কাজে যাওয়ার উদ্দেশে শাহাবুদ্দিন সকাল ৮টার দিকে বাসা থেকে টিফিন বক্স সঙ্গে নিয়ে বের হয়। পরে মিরের বাজার রেলক্রসিং এলাকায় রেল‌ সড়ক অতিক্রম করার সময় ঢাকামুখী তিতাস কমিউটার ট্রেনের সঙ্গে শাহাবুদ্দিনের ধাক্কা লাগে। পরে তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পূবাইল রেলওয়ে স্টেশন মাস্টার সাইদুল ইসলাম বলেন, মিরের বাজার রেলক্রসিং সংলগ্ন এলাকায় সকালে দুর্ঘটনায় হয়েছে এমন তথ্য পেয়ে রেলওয়ে পুলিশকে বিষয়টি অবহিত করা হয়েছে। সকাল ৭টা ৫০ মিনিটে ঢাকাগামী তিতাস কমিউটার ট্রেন পূবাইল রেলওয়ে স্টেশন অতিক্রম করেছে।

এ বিষয়ে নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বলেন, দুর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

ইউএইচ/

Exit mobile version