Site icon Jamuna Television

বায়ার্ন মিউনিখে ইয়ান সোমার!

ছবি: সংগৃহীত

সুইস গোলরক্ষক ইয়ান সোমারকে দলে ভেড়াতে যাচ্ছে জার্মান জায়ান্ট বায়ার্ম মিউনিখ। এখনও আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা না এলেও এ খবর নিশ্চিত করেছেন ক্রীড়া সাংবাদিক ফ্যাবরিজিও রোমানো।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় এক টুইট বার্তায় এ তথ্য জানান রোমানো।

টুইটে ফ্যাবরিজিও রোমানো লিখেছেন, বায়ার্নে সোমার। ২০২৫ পর্যন্ত আলিয়াঞ্জ অ্যারেনায় থাকার চুক্তি নিয়ে সোমারের ক্লাব গ্লাডবাখের সাথে আলোচনা হয়েছে। আগামী কয়েক ঘণ্টার মধ্যে মেডিকেল টেস্টের জন্য যাবেন সোমার। তাকে দলে ভেড়াতে বায়ার্নের গুনতে হবে সাড়ে ৯ মিলিয়ন ইউরো।

/এসএইচ

Exit mobile version