Site icon Jamuna Television

মুম্বাই ফুল ম্যারাথনে কৃতিত্ব দেখালেন যমুনা টেলিভিশনের আল আমিন

ভারতের মুম্বাই ফুল ম্যারাথন সম্পূর্ণ করেছেন মো. আল আমিন মিয়া। তিনি যমুনা টেলিভিশনের মার্কেটিং বিভাগের সহকারী ব্যবস্থাপক হিসেবে কর্মরত। ফুল ম্যারাথন সম্পন্ন করতে তিনি সময় নিয়েছেন ৪ ঘণ্টা ৫৫ মিনিট ৪২ সেকেন্ড।

এর আগে, ২০২২ সালে ওয়েস্ট বেঙ্গল ডোরাস রান সাফারির হাফ ম্যারাথন কৃতিত্বের সঙ্গে সম্পন্ন করেন তিনি। অংশ নিয়েছেন আন্তর্জাতিক ইভেন্টেও, যার মধ্যে উল্লেখযোগ্য পৃথিবীর অন্যতম কঠিন লাদাখ ম্যারাথন।

এছাড়া, মিরপুর হাফ ম্যারাথন ও খুলনা হাফ ম্যারাথনে অংশ নিয়ে তিনি সাফল্য দেখান। এবার ঐতিহ্যবাহী মুম্বাই ম্যারাথনেও চমক দেখালেন ব্রাহ্মণবাড়িয়ার জন্ম নেয়া কৃতি এই অ্যাথলেট।

এটিএম/

Exit mobile version