Site icon Jamuna Television

বিরতির পর মাঠে বিপিএল: পয়েন্ট টেবিলের শীর্ষে সিলেট, তলানিতে ঢাকা

ছবি : সংগৃহীত

একদিন বিরতির পর আজ (১৯ জানুয়ারি) থেকে আবারও মাঠে গড়াচ্ছে বিপিএল। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে দুপুর দেড়টায় কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মুখোমুখি হবে ঢাকা ডমিনেটর্স। একই ভেন্যুতে দ্বিতীয় খেলায় সন্ধ্যা সাড়ে ছয়টায় ফরচুন বরিশালের প্রতিদ্বন্দ্বিতা করবে রংপুর রাইডার্স।

এদিকে বিপিএলের পয়েন্ট টেবিলে এখন পর্যন্ত শীর্ষস্থান ধরে রেখেছে সিলেট স্ট্রাইকার্স। ছয় ম্যাচের পাঁচটিতেই জিতেছে তারা। ৫ ম্যাচ জিতে ১০ পয়েন্ট নিয়ে সবার ওপরে অবস্থান করছে মাশরাফীর দল।

চার ম্যাচে তিন জয়ে ২য় স্থানে ফরচুন বরিশাল। তিনে আছে রংপুর রাইডার্স। ৪ পয়েন্ট নিয়ে চার নম্বরে বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টেরিয়ান্স। সমান পয়েন্ট নিয়ে রান গড়ে ৫ নম্বরে শুভাগত হোমের চট্টগ্রাম। সবমিলিয়ে তিনটি দলের পয়েন্ট ৪ করে। ২ পয়েন্ট নিয়ে খুলনা টাইগার্স ও নাসিরের ঢাকা ডমিনেটর্স আছে পয়েন্ট টেবিলের ছয় ও সাতে।

এএআর/

Exit mobile version