Site icon Jamuna Television

মাইক্রোসফটের ১০ হাজার কর্মী চাকরি হারাচ্ছে

ছবি : সংগৃহীত

টুইটার, মেটা, অ্যামাজন, অ্যালফাবেটের পর এবার বড় আকারে কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে টেক জায়ান্ট মাইক্রোসফট। এতে একসঙ্গে চাকরি হারাবে প্রতিষ্ঠানটির ১০ হাজার কর্মী। খবর সিএনএন’র।

বুধবার (১৮ জানুয়ারি) এ ঘোষণা দেয় মাইক্রোসফট কর্তৃপক্ষ। আগামী মার্চের মধ্যে বিদায় দেয়া হবে প্রতিষ্ঠানটির প্রায় ৫ শতাংশ কর্মীকে। প্রবৃদ্ধির হার বাড়াতে এ উদ্যোগ নেয়া হয়েছে বলে দাবি করা হয়েছে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে।

এদিকে, ২০১৬ সালের পর বর্তমানে সর্বনিম্ন প্রবৃদ্ধি দেখছে মাইক্রোসফট। কমে গেছে শেয়ারের মূল্য। প্রযুক্তিখাতে অন্যতম শীর্ষ প্রতিষ্ঠানটিতে পূর্ণকালীন কর্মীর সংখ্যা ২ লাখ ২১ হাজার। এদের মধ্যে যুক্তরাষ্ট্রে কাজ করে ১ লাখ ২২ হাজার। বাকি ৯৯ হাজার অন্যান্য দেশে।

এর আগে গত বছরও এক হাজারের মতো কর্মী ছাঁটাই করেছিল মাইক্রোসফট। অর্থনৈতিক মন্দায় যুক্তরাষ্ট্রের প্রযুক্তি খাতে চাকরি হারানোর ঘটনা বাড়ছে। ইতোমধ্যে কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে টুইটার, মেটা, অ্যামাজন, অ্যালফাবেটসহ শীর্ষস্থানীয় অনেক প্রতিষ্ঠান।

এএআর/

Exit mobile version