Site icon Jamuna Television

ক্রিস্টাল প্যালেসের সাথে ড্র করে পয়েন্ট খুইয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড

ইংলিশ প্রিমিয়ার লিগে ক্রিস্টাল প্যালেসের সাথে ১-১ গোলে ড্র করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। প্রথমার্ধ্বে ব্রুনো ফার্নান্দেজের গোলে রেড ডেভিলরা এগিয়ে গেলেও শেষ মুহূর্তে ওলিসের গোল পয়েন্ট ভাগাভাগি করে স্বাগতিকরা।

ঘরের মাঠে ম্যানচেস্টার ইউনাইটেডকে আতিথ্য দেয় ক্রিস্টাল প্যালেস। খেলার শুরুতেই সফরকারীদের বুকে কাঁপন ধরায় স্বাগতিকরা। তবে প্রথমার্ধ্বের ৪৩ মিনিটে এরিকসেনের অ্যাসিস্ট থেকে ম্যানচেস্টার ইউনাইটেডকে এগিয়ে নেন ব্রুনো ফার্নান্দেজ।
বিরতি থেকে ম্যাচে ফিরতে মরিয়া ক্রিস্টাল প্যালেস চালায় বেশ কয়েকটি আক্রমণ। ম্যাচটা যখন হাত থেকে ফসকে যাচ্ছিল, তখন স্বাগতিকদের ত্রাতা হয়ে আসেন মাইকেল ওলিসে। ডি-বক্সের বাইরে থেকে নেয়া দর্শনীয় ফ্রি-কিকে শেষ মুহূর্তে ম্যানচেস্টার ইউনাইটেডকে জয় বঞ্চিত করেন তিনি।

এই ড্রয়ে ৩৯ পয়েন্ট নিয়ে টেবিলের তিন নম্বরে অবস্থান করছে রেড ডেভিলরা। আর ২৩ পয়েন্ট নিয়ে ১২তম অবস্থানে আছে ক্রিস্টাল প্যালেস।

/এমএন

Exit mobile version