Site icon Jamuna Television

ভারতে ট্রাক-প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ নিহত ৯

ভারতের মুম্বাই-গোয়া সড়কে ট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল শিশুসহ ৯ জনের। নিহতদের মধ্যে ৩ জন নারীও আছেন। হাসপাতালে নেয়ার আগেই তাদের মৃত্যু হয়েছে। খবর এনডিটিভির।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) সকালে একটি পণ্যবাহী ট্রাক মুম্বাইয়ের দিকে যাচ্ছিল। উল্টোদিক থেকে আসছিল ১০ আসনের একটি প্রাইভেটকার। গাড়টি রত্নগিরি জেলার গুহাগারের দিকে যাচ্ছিল। সে সময়ই নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকারটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে ট্রাকটির তেমন ক্ষতি না হলেও গাড়িটির সকল যাত্রীই মারা যান। নিহতরা একই পরিবারের সদস্য বলে ধারণা পুলিশের।

পুলিশ জানায়, কী কারণে দুর্ঘটনা ঘটলো তা খতিয়ে দেখা হচ্ছে। ভোরের দিকে ঘটনাটি ঘটলেও ওই এলাকায় তেমন কুয়াশা ছিল না বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। সে ক্ষেত্রে চালক ঘুমিয়ে পড়েছিলেন কিনা বা মদ্যপ ছিলেন কিনা, তা অনুসন্ধান করে দেখছে পুলিশ।

ইউএইচ/

Exit mobile version