Site icon Jamuna Television

কুমিল্লার লালমাইয়ে অজ্ঞাত গাড়ির চাপায় নিহত ২

ছবি : সংগৃহীত

কুমিল্লা ব্যুরো:

কুমিল্লার লালমাইয়ে অজ্ঞাত গাড়ির চাপায় ফরিদ মিয়া ও জাহাঙ্গীর হোসেন নামে দুই ব্যক্তি নিহত হয়েছেন। নিহতরা বরুড়া উপজেলার শীলমুড়ি উত্তর ইউনিয়নের দীঘলগাঁও রঙবাড়ি গ্রামের বাসিন্দা। বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) সকাল ৮টার দিকে লালমাই উপজেলার বড় ধর্মপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, তারা দুজনেই পেশায় পাইপ ফিল্টারের মিস্ত্রি। ধারণা করা হচ্ছে সকালে কাজে যাওয়ার পথে লালমাইয়ের বড় ধর্মপুর এলাকায় রাস্তা পারাপারের সময় অজ্ঞাত গাড়ি চাপায় তারা নিহত হন।

এদিকে নিহতের বিষয়টি নিশ্চিত করে লালমাই থানার ওসি মোহাম্মদ হানিফ সরকার জানান, দুজনের মৃতদেহ রাস্তার পাশে পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে ঘটনাস্থল থেকে মৃতদেহ দুটি উদ্ধার করা হয়েছে।

এএআর/

Exit mobile version