Site icon Jamuna Television

মেয়ের সামনেই স্ত্রীকে কুপিয়ে হত্যা

রাজবাড়ী প্রতিনিধি :

রাজবাড়ী সদর উপজেলার বা‌নিব‌হে পারিবারিক কলহের জের ধরে মেয়ের সামনেই বিউটি বেগম (৩০) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যার অভি‌যোগ উঠেছে তার স্বামী আব্দুল লতিফ কাজীর বিরুদ্ধে। ঘটনার পর থে‌কে ‌তি‌নি পলাতক রয়েছেন।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) রাত পৌনে ২টার দিকে বা‌নিব‌হের বার্থায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

জানা‌ গেছে, ১২ বছর আগে বিউটির সা‌থে আব্দুল ল‌তিফ কাজীর সা‌থে পারিবা‌রিকভা‌বে বি‌য়ে হয়। তা‌দের ১১ বছর বয়সী এক‌টি মে‌য়ে ও ৪ বছর বয়সী এক‌টি ছেলে সন্তান রয়েছে। ক‌য়েক বছর ধ‌রে তা‌দের প্রায়ই ঝগড়া বিবাদ হ‌য়ে আস‌ছি‌ল। হঠাৎ আজ মধ্যরাতে তা‌দের বড় সন্তান মী‌মের সামনে এলোপাতাড়িভা‌বে কু‌পি‌য়ে বিউটিকে হত্যা ক‌রে পালিয়ে যায় ল‌তিফ কাজী।

রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ মো. শাহাদাত হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, ধারণা কর‌ছি পারিবারিক বিরোধের জেরে ল‌তিফ কাজী তার স্ত্রী‌কে কুপিয়ে হত্যা করা করে‌ছেন। লাশ উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পা‌ঠানো হয়েছে। ঘাতক ল‌তিফ কাজীকে গ্রেফতারে অভিযান অব্যাহত আছে। হত্যার প্রকৃত রহস্য উদঘাটনে কাজ করছে পু‌লিশ।

ইউএইচ/

Exit mobile version