Site icon Jamuna Television

মেক্সিকোতে ভিডিও গেমে হেরে বন্ধুকে গুলি করে হত্যা

প্রতীকী ছবি।

মেক্সিকোয় ভিডিও গেমে হেরে যাওয়ায় বন্ধুকে মাথায় গুলি করে হত্যা করেছে ১০ বছরের এক শিশু। রোববার (১৫ জানুয়ারি) পূর্ব ভেরাক্রুজ রাজ্যে একটি ভিডিও গেমের দোকানে এ ঘটনা ঘটে। খবর এএফপির।

সংবাদ সূত্রে জানা যায়, বন্ধু তাকে ভিডিও গেমে মারধর করায় হেরে যায় সে। তখনই বাসায় গিয়ে টেবিলের ওপর রাখা বাবা-মায়ের বন্দুক নিয়ে গিয়ে বন্ধুর মাথায় গুলি করে বসে। এরপর পরিবারসহ পালিয়ে যায় তারা।

ভুক্তভোগী শিশুর মা এ ঘটনার বিচার চেয়েছেন। বলেন, পরিবারের দায়িত্ব অবহেলার কারণেই ঘটেছে এমন দুর্ঘটনা।

মেক্সিকোর পূর্ব ভেরাক্রুজ রাজ্য মেক্সিকোর অন্যতম অপরাধপ্রবণ শহর। ২০০৬ সাল থেকে এখন পর্যন্ত ৩ লক্ষ ৬০ হাজার মানুষ হত্যার শিকার হয়েছে সেখানে।

এটিএম/

Exit mobile version