Site icon Jamuna Television

গাজীপুরের কোনাবাড়িতে রক্তাক্ত মরদেহ উদ্ধার

স্টাফ করেসপনডেন্ট, গাজীপুর:

গাজীপুরের কোনাবাড়িতে আলমগীর আল মাসুদ (৪৪) নামের এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত মাসুদ নওগাঁ জেলার সদর থানার শিমুলিয়া মণ্ডলপাড়া গ্রামের মকবুল হোসেন মণ্ডলের ছেলে। বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) দুপুরে কোনাবাড়ি দেউলিয়াবাড়ি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

জিএমপি পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে জানান, সকালে দেউলিয়াবাড়ি এলাকায় রাস্তার পাশে ওই ব্যক্তির রক্তাক্ত মরদেহ দেখতে পায় এলাকাবাসী। পরে তারা থানায় খবর দেয়। ঘটনাস্থলে সিআইডি, পিবিআই ও থানা পুলিশ এসে মরদেহ শনাক্ত করে এবং ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়।

নিহতের পরনে ছিল সাদা চেক শার্ট, সোয়েটার এবং জিন্স প্যান্ট। এছাড়া পায়ে মোজা এবং হাঁটুর সঙ্গে লুঙ্গি পেঁচানো ছিল।

এএআর/

Exit mobile version